AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পঞ্চগড়
১০:১৪ এএম, ২৫ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শীত এখন পুরোপুরি জেঁকে বসেছে। কয়েক দিন ধরে হিমেল হাওয়া ও তীব্র আর্দ্রতার কারণে জেলায় শীতের অনুভূতি বাড়ছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের অন্যতম কম তাপমাত্রা। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭–৮ কিলোমিটার।

ভোরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বাড়লেও দুপুরের দিকে আকাশ পরিষ্কার হয়ে মিলেছে রোদ। তবে দিন ও রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পার্থক্য শীতকে আরও প্রকট করছে।

এর আগের দিন সোমবার একই সময়ে তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সন্ধ্যা ৬টায় তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর তার আগের দিন ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি। দিন–রাতের এই তীব্র তাপমাত্রার পার্থক্যই শীতের প্রকোপ বাড়িয়ে তুলছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ডিসেম্বরের শুরু থেকেই শীত আরও জেঁকে বসতে পারে এবং শৈতপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!