ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর দেশটির আরও কয়েকটি রাজ্যে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। মুম্বাই, উত্তরপ্রদেশ, জয়পুর ও উত্তরাখণ্ডে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দিল্লির ঐতিহাসিক লালকেল্লার পাশের একটি মেট্রো রেলস্টেশনের গেটের কাছে পার্ক করা গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের তীব্রতায় গাড়ির দরজা ও ধাতব অংশ উড়ে যায় এবং আশপাশের স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়।
মুঘল আমলে নির্মিত লালকেল্লা প্রতিদিন হাজারো দেশি-বিদেশি পর্যটকে ভরপুর থাকে। বিস্ফোরণের সময়ও সেখানে ছিল ব্যাপক ভিড়, ফলে হতাহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত ৮ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের পর আশপাশের আরও কয়েকটি গাড়ি ও দোকানে আগুন ধরে যায়।
আগুন নিয়ন্ত্রণে আনতে দিল্লি ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
তবে এখন পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ বা সম্ভাব্য নাশকতার বিষয়টি নিশ্চিত করতে পারেনি দিল্লি পুলিশ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

