লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে প্রায় ১০০ জন অভিবাসী নিয়ে দুটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় চারজন বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে দেওয়া তথ্যে রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার রাতে আল-খুমস উপকূলের কাছে দুটি নৌকা উল্টে যায়। খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
প্রথম নৌকাটিতে ২৬ জন বাংলাদেশি অভিবাসী ছিলেন। উদ্ধারকারীরা সেখান থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছেন। বাকি যাত্রীদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।
দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন যাত্রী ছিলেন—৬৭ জন সুদানি, দুইজন মিশরীয় এবং আটজন শিশু।
উদ্ধারকাজে জরুরি সেবা ও চিকিৎসা দল মাঠে নামে এবং জীবিতদের উদ্ধার ও মরদেহ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
বহু বছর ধরে ইউরোপে পৌঁছানোর অনিয়মিত পথে লিবিয়া অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরীয় রুটে অবৈধ অভিবাসন চেষ্টা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলো।
এদিকে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানায়, চলতি বছর মধ্য ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুটে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে—যা মানব পাচার এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা নিয়ে নতুন করে সতর্কবার্তা দিচ্ছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

