দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা শুক্রবার (১০ অক্টোবর) ভোরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি অনুমোদন দিয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ধাপে ধাপে মুক্তি পাবে ইসরায়েলি জিম্মিরা।
চুক্তিটি অনুমোদিত হলো এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে একাধিক দফা আলোচনার পর অবশেষে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়। এই উদ্যোগকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দীর্ঘমেয়াদি শান্তি প্রচেষ্টার প্রথম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় জানানো হয়, “সরকার সকল জিম্মি—জীবিত ও মৃত উভয়কেই—মুক্ত করার কাঠামোগত প্রক্রিয়া অনুমোদন করেছে।”
চুক্তির শর্ত অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হবে জিম্মি বিনিময় প্রক্রিয়া। এরপরের ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলের কারাগারে থাকা কিছু ফিলিস্তিনি বন্দিকেও মুক্তি দেওয়া হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-হামাস সংঘাতে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছে অন্তত ৬৬ হাজারের বেশি মানুষ এবং আহত হয়েছেন লাখো ফিলিস্তিনি। ইসরায়েলি পক্ষেও সহস্রাধিক হতাহতের খবর পাওয়া গেছে।
দীর্ঘ এই যুদ্ধ গাজাকে পরিণত করেছে ধ্বংসস্তূপে—ভেঙে পড়েছে হাসপাতাল, ধ্বংস হয়েছে আবাসিক এলাকা, এবং লাখো মানুষ এখন আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় সূত্র বলছে, প্রায় ২০ লাখ মানুষ এখন মারাত্মক খাদ্য ও চিকিৎসা সংকটে ভুগছে।
একুশে সংবাদ/এ.জে