AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওয়াপাড়া পৌরসভার সহযোগিতা না পেয়ে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন এলাকাবাসী



নওয়াপাড়া পৌরসভার সহযোগিতা না পেয়ে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন এলাকাবাসী

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার উদাসীনতা এবং সরকারি কোনো অনুদান না পাওয়ায় এলাকার যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী নিজ অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে প্রায় ৩০০ ফুট রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলেছেন।

নওয়াপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের আলীপুর এলাকার মহাসড়ক থেকে মধ্যপাড়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানা-খন্দে পরিণত হয়েছিল। বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে যেতো। পানি নিষ্কাশনের ব্যাবস্থা না থাকায় আশপাশের বাড়িগুলিও পানিবন্দি হয়ে যেত। এলাকাবাসী বিভিন্ন সময় পৌরসভায় অভিযোগ দিলেও কর্তৃপক্ষ থেকে সামান্য সহযোগিতা না পেয়ে তারা নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করার সিদ্ধান্ত নেন।

গত ৫ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত প্রতি শুক্রবার ছুটির দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকাবাসীর সকল শ্রেণী-পেশার মানুষ এই কাজে অংশগ্রহণ করেন।

এলাকার বাসিন্দা সাংবাদিক মোশাররফ হোসেন বলেন, “এই রাস্তা নিয়ে সাধারণ মানুষ দীর্ঘদিন ভোগান্তিতে ছিল। পৌরসভায় অভিযোগ দিয়ে কোনো প্রতিকার না পেয়ে আমরা আমাদের অর্থায়নে রাস্তার সমস্ত ভাঙা ইট উঠিয়ে বালি ভরাট করেছি, নতুন ইট বিছিয়েছি এবং পাশের মাটি দিয়ে রাস্তার পার্শ্ব বেঁধে জনসাধারণের চলাচলের উপযোগী করেছি। এই সম্মিলিত উদ্যোগ সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছি।”

নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসিম কুমার সোম বলেন, “সেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের বিষয়টি আমার জানা ছিল না। এখন জানতে পারলাম, বিষয়টি আমি দেখছি।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!