ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্দেশ্যে ইসরাইলে ২০০ জন মার্কিন সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সেনারা যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে কাজ করবেন এবং মানবিক সহায়তা ও যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি তদারকি করবেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা সাংবাদিকদের জানান, এই টাস্কফোর্সের মধ্যে মিশরের সশস্ত্র বাহিনী, কাতার, তুরস্ক এবং অন্যান্য আরব ও মুসলিম দেশের বাহিনীও অংশ নেবে।
মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, কোনো আমেরিকান সেনা সরাসরি গাজায় প্রবেশ করবেন না। তাদের মূল কাজ হবে অন্যান্য দেশের বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে মানবিক সহায়তা এবং যুদ্ধবিরতির অগ্রগতি তদারকি করা। এছাড়া, জিম্মি ও বন্দি বিনিময় কার্যক্রম সম্পন্ন হলে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের পরিকল্পনা রয়েছে, যদিও সব পক্ষ এখনো এতে একমত হয়নি।
এদিকে, ইসরাইলি সরকার গাজায় যুদ্ধবিরতি অনুমোদন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইল ও হামাস আগে সমঝোতায় পৌঁছায়। রয়টার্স জানায়, এর ফলে ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে এবং ৭২ ঘণ্টার মধ্যে বন্দি ইসরাইলি জিম্মিদের মুক্তি সম্ভব হবে।
গাজায় দুই বছরের সংঘাত শেষ করতে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের প্রথম ধাপ হিসেবে, ইসরাইল-হামাসের সমঝোতার ২৪ ঘণ্টা পর শুক্রবার ইসরাইলি মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করেছে।
একুশে সংবাদ/এ.জে