গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঋণ খেলাপী মামলায় আমিনুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ থানা পুলিশ সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা বাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি হাঁড়ি-পাতিল ও প্লাস্টিকের তৈজসপত্রের ব্যবসায়ী।
গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দক্ষিন সাহাবাজ গ্রামের আব্দুস ছালামের ছেলে। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাকিম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাংক ঋণ খেলাপী মামলায় গ্রেপ্তারি পরোয়ানামূলে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরের দিন শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
নলডাঙ্গা অগ্রণী ব্যাংক পিএলসি শাখা সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম অগ্রণী ব্যাংক পিএলসি নলডাঙ্গা শাখা থেকে স্বল্পমেয়াদী (সিসি) ২০ লক্ষ টাকার ঋণ গ্রহণ করেন। তিনি গৃহীত ঋণ যথারীতি পরিশোধের চুক্তি করলেও দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধে অনীহা প্রকাশ করেন।
ঋণের চুক্তির মেয়াদোত্তীর্ণ হওয়ায় যথাসময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংকের ব্যবস্থাপক বাদি হয়ে গাইবান্ধা অর্থ ঋণ আদালতে ঋণ খেলাপীর দায়ে একটি মামলা দায়ের করেন। মামলার বাদি জানান, আমিনুল ইসলাম অত্র শাখা থেকে সিসি লোন নিয়ে যথাসময়ে পরিশোধ না করার কারণে তার বিরুদ্ধে ঋণ খেলাপীর দায়ে মামলা করা হয়েছে। সেই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
একুশে সংবাদ/এ.জে