২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিক ও গণতন্ত্রকামী নেতা মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে।
বিশ্বজুড়ে নানা জল্পনা থাকলেও, এ বছর নোবেল শান্তি পুরস্কার পাননি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—যিনি গত কয়েক মাস ধরে নিজেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে উল্লেখ করে আসছিলেন।
এর আগে ২০২৪ সালের শান্তি পুরস্কার পেয়েছিল জাপানের সংগঠন নিহন হিদানকিও, যারা পারমাণবিক বোমা হামলার বেঁচে থাকা মানুষদের প্রতিনিধিত্ব করে এবং পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়তে কাজ করছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি সংস্থা বা প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছিল।
নোবেল ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিজয়ী ছিলেন পাকিস্তানের মালালা ইউসুফজাই, যিনি ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে পুরস্কার পান। অন্যদিকে, সবচেয়ে প্রবীণ পুরস্কারপ্রাপ্ত হলেন জোসেফ রোটব্লাট, যিনি ১৯৯৫ সালে ৮৬ বছর বয়সে শান্তিতে নোবেল লাভ করেন। এখন পর্যন্ত ৩১টি প্রতিষ্ঠান নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে।
একুশে সংবাদ/এ.জে