AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানে ঝড়-বৃষ্টিতে ১৩ জনের প্রাণহানি, আহত ৯২


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৩০ এএম, ২৫ মে, ২০২৫

পাকিস্তানে ঝড়-বৃষ্টিতে ১৩ জনের প্রাণহানি, আহত ৯২

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তীব্র ঝড় ও ভারী বৃষ্টিতে অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন আরও ৯২ জন। শনিবার রাতভর চলা এই দুর্যোগে বহু কাঁচা ঘরবাড়ি এবং পুরোনো দালান ধসে পড়ে। রোববার (২৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন জানায়, অধিকাংশ মৃত্যু ঘটেছে ঝুঁকিপূর্ণ ভবন ধস ও অনিরাপদ স্থানে অবস্থানের কারণে। একটি কারখানার ছাদ ধসে পড়ে প্রাণ হারান এক শ্রমিক, আহত হন আরও পাঁচজন। বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আরও একজন।

সরকারি সম্প্রচারমাধ্যম পাকিস্তান টেলিভিশন জানায়, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে চলছে তৎপরতা। ঝড়ের দাপটে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে অনেক এলাকায়।

এর আগে শুক্রবারই ঝড় ও ধুলিঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছিল প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)। বিবৃতিতে তারা জনসাধারণকে খোলা জায়গা এড়িয়ে চলা এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছিল।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও জানা যায়নি। উদ্ধার ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/ ঢ.প/এ.জে

Link copied!