AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় চরম খাদ্য সংকটে শিশুরা মৃত্যুর মুখে : জাতিসংঘ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৪৯ এএম, ১৪ জুলাই, ২০২৫

গাজায় চরম খাদ্য সংকটে শিশুরা মৃত্যুর মুখে : জাতিসংঘ

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। সেখানে চরম খাদ্য, পানি, বিদ্যুৎ ও চিকিৎসা সংকট দেখা দিয়েছে। এসব সংকটে সবচেয়ে বিপন্ন অবস্থায় রয়েছে শিশুরা। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজায় খাদ্য ঘাটতির কারণে শিশুরা মৃত্যু ঝুঁকিতে রয়েছে। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইউএনআরডব্লিউএ বলেছে, দ্রুত জরুরি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা না হলে গাজার অনেক শিশু প্রাণ হারাবে। তারা ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, গাজায় জীবন রক্ষাকারী সহায়তা নিয়ে অপেক্ষমাণ হাজার হাজার ত্রাণবাহী ট্রাককে দ্রুত প্রবেশের অনুমতি দিতে।

আরেকটি পোস্টে সংস্থাটি জানায়, গাজায় অপুষ্টিতে ভুগে ৭ মাস বয়সী এক শিশু, সালাম, তাদের তত্ত্বাবধানে মৃত্যুবরণ করেছে।

ইউএনআরডব্লিউএ জানায়, সালাম গাজার হাজারো অপুষ্টিতে ভোগা শিশুর একজন। প্রতিদিন সেখানে নতুন করে আরও বহু শিশুর অপুষ্টি শনাক্ত হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৮ হাজার ২৬ জন নিহত এবং আহত হয়েছেন এক লাখ ৩৮ হাজার ৫২০ জনের বেশি।

অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি ব্যক্তি এখনো বন্দি রয়েছে।

 

একুশে সংবাদ/এন.ট/এ.জে

Link copied!