ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনী (আইডিএফ) হামলার বিষয়টি নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইসরায়েলের।
আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে একটি মিসাইল ছোড়া হয়েছে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে। হামলার পরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে বাহিনী। বাসিন্দাদের নিরাপদে থাকতে সতর্ক নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে হুথি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তারা বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করেছেন। এছাড়া তিনটি অধিকৃত অঞ্চলে ড্রোন হামলাও চালানো হয়েছে বলে জানান তিনি।
তার ভাষ্য অনুযায়ী, হামলাগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থবির হয়ে পড়েছে।
একুশে সংবাদ/কা.বে/এ.জে