নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন এক কোটি টাকার অধিক মূল্যের একটি রাস্তা নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। চকমুনসুব মোড় থেকে দাওইল উত্তরপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইটের খোয়া, যা রাস্তাটির স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন তুলেছে।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, অনেক জায়গায় রাবিশের স্তর অপ্রতুল এবং ব্যবহৃত ইটের খোয়া অনেকটা বালুর মতো গুঁড়ো হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী ও পথচারীরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি অবহেলিত অবস্থায় ছিল। নতুন করে নির্মাণকাজ শুরু হওয়ায় তারা আশাবাদী হলেও নিম্নমানের উপকরণ ব্যবহারে হতাশ হয়েছেন। একজন বাসিন্দা বলেন, “১নং ইটের খোয়া ব্যবহারের কথা থাকলেও এখানে ৩নং খোয়া দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
জানা গেছে, প্রকল্পটির কাজ করছেন চাঁপাইনবাবগঞ্জের ঠিকাদার নবী। তবে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, “সব কিছু সিডিউল অনুযায়ী হচ্ছে, কোনো অনিয়মের সুযোগ নেই।”
এ বিষয়ে মান্দা উপজেলা এলজিইডির প্রকৌশলী আবু সায়েদ বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্ত শেষে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিম্নমানের খোয়া সরিয়ে নিতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।”
এলাকাবাসী দ্রুত মানসম্পন্ন উপকরণ ব্যবহার করে সঠিকভাবে রাস্তার নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে