থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বাজারে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন, যাদের সবাই বাজারের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করেন। সোমবার (২৮ জুলাই) এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর উপকমিশনার চারিন গোপাট্ট বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান এবং পরে বন্দুকধারী নিজের জীবনও নিয়ে নেন।"
পুলিশ জানায়, হামলাকারীর পরিচয় ও ঘটনার পেছনের উদ্দেশ্য উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সবাই ওই বাজারের নিরাপত্তা কর্মী ছিলেন।
এ ঘটনায় কোনো পর্যটক কিংবা সাধারণ বাজারকর্মী আহত হননি। গুলিবর্ষণের সময় বাজারটিতে কৃষিপণ্য কেনাবেচা চলছিল।
পুলিশের প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি সাদা টুপি পরে ও পিঠে ব্যাগ ঝুলিয়ে এক সন্দেহভাজন ব্যক্তি বাজারের পার্কিং এলাকা দিয়ে হেঁটে যাচ্ছেন।
থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্র নিয়ে সহিংসতার ঘটনা বিরল নয়। গত বছর অক্টোবরে ১৪ বছর বয়সী এক কিশোর ব্যাংককের একটি অভিজাত শপিং মলে গুলি চালিয়ে দুজনকে হত্যা এবং পাঁচজনকে আহত করেছিল। এর আগের বছর, একটি নার্সারিতে সাবেক এক পুলিশ কর্মকর্তা হামলা চালিয়ে ২২ শিশুসহ মোট ৩৬ জনকে হত্যা করেছিলেন।
একুশে সংবাদ/স.ট/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
