রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক আহসান হাবীব টুটুলের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে গোয়ালন্দ পৌর শহরের প্রধান সড়কে গোয়ালন্দ প্রেসক্লাব এই মানববন্ধনের আয়োজন করে। সাংবাদিক আহসান হাবীব টুটুল এনটিভি ও ইউএনবি`র রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, দ্য ডেইলি অবজারভার-এর প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, নয়া দিগন্ত-এর প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাছ, সাংবাদিক টুটুলের ছেলে সিনান আহমেদ শুভ ও মেয়ে লামিয়া সুরভি।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও আমার দেশ গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক সাইফুল রহমান পারভেজ, প্রচার সম্পাদক লুৎফর রহমান, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি উদয় দাস, ডিভিসি টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, কালবেলা গোয়ালন্দ প্রতিনিধি রাকিবুজ্জামান রাকিব, দৈনিক দিনকাল প্রতিনিধি আক্তাউজ্জামান রনি, দেশ রূপান্তর প্রতিনিধি ছরোয়ার হোসেন মিরাজ প্রমুখ।
বক্তারা বলেন, যদি সাংবাদিক টুটুল কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে থাকেন, তাহলে তা অত্যন্ত নিন্দনীয়। তারা তাঁর প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে