যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে উড্ডয়নের মাত্র সাত মিনিটের মাথায় একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য এবং অপর দুজন ছিলেন বিমানটির পাইলট ও সহকারী পাইলট।
রবিবার (৩০ জুন) স্থানীয় সময় সকালে ওহাইওর আঞ্চলিক বিমানবন্দরের কাছাকাছি সেসনা-৪৪১ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় কেউ বেঁচে ফেরেননি বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
নিহত ব্যক্তিরা হলেন—৬৮ বছর বয়সী ভেরোনিকা ওয়েলার, ৬৭ বছর বয়সী জেমস ওয়েলার, ৩৬ বছর বয়সী জন ওয়েলার এবং ৩৪ বছর বয়সী মারিয়া ওয়েলার। পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন ৬৩ বছর বয়সী জোসেফ ম্যাক্সিন এবং কো-পাইলট ছিলেন ৫৫ বছর বয়সী টিমোথি ব্লেক।
ওহাইওর স্থানীয় গণমাধ্যম এবং নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি নিয়ন্ত্রণ হারায় এবং দ্রুত নিচে পড়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)।
একুশে সংবাদ/স.ট/এ.জে