AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ নিহত ৪, হামলাকারীর আত্মহত্যা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১০ এএম, ২৯ জুলাই, ২০২৫

নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ নিহত ৪, হামলাকারীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে একটি অফিস ভবনে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা রয়েছেন, যিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত ছিলেন। হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী নিজেই নিজের প্রাণ কেড়ে নেন।

আন্তর্জাতিক বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, স্থানীয় সময় সোমবার শহরের একটি বাণিজ্যিক ভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হামলায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম (৩৬)। তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে তিন বছর ছয় মাস দায়িত্ব পালন করছিলেন। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা এবং তাঁদের দুটি অপ্রাপ্তবয়স্ক সন্তান রয়েছে। নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, “তিনি যেমন সাহসিকতার সঙ্গে জীবন কাটিয়েছেন, তেমনি বিদায় নিয়েছেন— এক সত্যিকারের বীরের মতো।”

পুলিশ জানায়, হামলাকারীর নাম শেন তামুরা, যিনি লাস ভেগাসের বাসিন্দা এবং তার অতীতে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা ছিল। হামলার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, “এই ঘটনায় পাঁচজন নিরপরাধ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। একজন এখনো সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।”

নিরাপত্তা ফুটেজে দেখা গেছে, একটি বিএমডব্লিউ গাড়ি থেকে নামা এক ব্যক্তি এম৪ রাইফেল হাতে নিয়ে ভবনের দিকে অগ্রসর হন। ভিতরে প্রবেশ করেই তিনি প্রথমে পুলিশ কর্মকর্তাকে গুলি করেন এবং পরে এক নারীকে লক্ষ করেন, যিনি আশ্রয়ের চেষ্টা করছিলেন। এরপর লবিতে এলোপাতাড়ি গুলি চালানো হয়।

পুলিশ আরও জানায়, হামলাকারী পরে এলিভেটরের দিকে গিয়ে লুকিয়ে থাকা একজন নিরাপত্তাকর্মী ও আরেকজন সাধারণ ব্যক্তিকে গুলি করে। ভবনের ৩৩ তলায় উঠে এক রিয়েল এস্টেট অফিসে ঢুকে একজনকে হত্যা করে সে নিজেই আত্মহত্যা করে।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি রাইফেল কেস, একটি রিভলভার, বেশ কিছু গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিউইয়র্ক ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ভবনটিতে দেশটির শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিস ছাড়াও ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) প্রধান কার্যালয় রয়েছে।

ঘটনার সময় দ্বিতীয় তলায় একটি উপস্থাপনায় অংশ নেওয়া জেসিকা চেন নামের এক নারী জানান, “আমরা হঠাৎ নিচ থেকে একের পর এক গুলির শব্দ শুনতে পাই। সঙ্গে সঙ্গে সবাই মিলে একটি কনফারেন্স রুমে ঢুকে দরজা আটকে রাখি।” তিনি আরও বলেন, “আমরা এতটাই আতঙ্কিত ছিলাম যে আমি আমার বাবা-মাকে বিদায় জানিয়ে মেসেজ পাঠিয়ে দিই।”

স্থানীয় টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা যায়, ভবন থেকে বেরিয়ে আসা মানুষজন দুই হাত ওপরে তুলে আসছেন। ঐ ভবনে আয়ারল্যান্ডের কনসুলেট জেনারেল ও প্রভাবশালী বিনিয়োগ কোম্পানি ব্ল্যাকস্টোনের কার্যালয়ও রয়েছে। পুলিশ কমিশনার জানান, নিরাপত্তার জন্য ভবনটিতে নিউইয়র্ক পুলিশের দুটি ইউনিট বেসরকারিভাবে নিয়োজিত ছিল।

হামলার ঘটনার পর শহরের জরুরি ব্যবস্থাপনা বিভাগ এলাকায় যান চলাচলে সতর্কতা জারি করে। উল্লেখযোগ্য যে, চলতি বছরের জুলাই পর্যন্ত নিউইয়র্ক শহরে গুলি সম্পর্কিত সহিংসতা এবং হত্যার হার গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ছিল বলে জানায় এপি।

 

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!