তীব্র গরম ও দমকা বাতাসের কারণে ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরাইলের বেশ কয়েকটি শহর। অগ্নিকাণ্ডের বিস্তার ঠেকাতে শহরগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সড়ক ও রেল চলাচল। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে অ্যাডহক কমান্ড সেন্টারে বৈঠক করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মোশাভ তারুম থেকে আগুনের সূত্রপাত, ছড়িয়ে পড়ে বহু এলাকায় আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৩ এপ্রিল) রাতে মধ্য ইসরাইলের মোশাভ তারুমের কাছে দাবানলের সূচনা ঘটে। পরে তা ছড়িয়ে পড়ে বেইত শেমেশসহ আশপাশের এলাকায়। বাতাসের গতি ও শুষ্ক আবহাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ রূপ নেয় আগুন।
বাসিন্দা সরিয়ে নেওয়া, যানবাহন ফেলে পালাচ্ছেন মানুষ দাবানলের কবলে পড়া এশতাওল, বেইত মেইর ও মেসিলাত জিওন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে অনেক চালক তাদের যানবাহন ফেলে রেখে শহর ছাড়তে বাধ্য হন।
জরুরি নির্দেশনা, রুট বন্ধ, জেরুজালেমে ছড়িয়ে পড়ছে ধোঁয়া পুলিশ জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়া এলাকার সঙ্গে জেরুজালেম সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। জনসাধারণকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার এবং নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে। আগুনের ধোঁয়া ইতোমধ্যে জেরুজালেমের আকাশকে ঢেকে ফেলেছে, যার ফলে বাতাসের মানও নেমে গেছে।
আহত অন্তত ৯ জন, বিমান থেকে চলছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ফায়ার অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষ জানায়, আগুন নেভাতে গিয়ে সাতজন দমকলকর্মীসহ মোট নয়জন আহত হয়েছেন। দাবানল মোকাবেলায় ছয়টি জেলার ফায়ার সার্ভিস, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ), উদ্ধারকারী দল এবং পুলিশ একযোগে কাজ করছে।
অগ্নিনির্বাপক বিমানের সহায়তা, পাহাড়ি এলাকায় তল্লাশি দাবানল নিয়ন্ত্রণে ১১০টি অগ্নিনির্বাপক দল, ১১টি বিমান ও একটি হেলিকপ্টার কাজ করছে। পাশাপাশি রুট ৬-এর আশপাশে আগুন ছড়িয়ে পড়ায় পেতাহিয়া ও পেদায়া শহরের কাছে সড়ক বন্ধ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পাহাড়ে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
ধোঁয়ায় ঢেকে গেছে রেহোভোট, মহাসড়কে হেঁটে পালাচ্ছে মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রেহোভোটের কাছে মহাসড়কে ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশে লোকজন হেঁটে এলাকা ত্যাগ করছে।
ইতিহাসে বহুবার দাবানলের শিকার হয়েছে ইসরাইল এটাই প্রথম নয়—দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মকালের কারণে ইসরাইলে এর আগেও বহুবার দাবানলের ঘটনা ঘটেছে। তবে এবারের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে বলে মনে করা হচ্ছে।
একুশে সংবাদ// যু.প//এ.জে
আপনার মতামত লিখুন :