AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে : ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১৪ এএম, ৩১ জুলাই, ২০২৫

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন পাকিস্তানের সঙ্গে একটি নতুন বাণিজ্যিক সমঝোতায় পৌঁছেছে। তিনি আরও বলেন, ১ আগস্টের আগেই বেশ কয়েকটি দেশের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে তার।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানায়, ট্রাম্প বুধবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে এই চুক্তির কথা জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, পাকিস্তানের সঙ্গে সম্পাদিত চুক্তির আওতায় দেশটির ‘বিশাল’ তেলসম্পদের যৌথ উন্নয়ন বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, “আমরা এখন এমন একটি তেল কোম্পানি বেছে নিচ্ছি যারা এই প্রকল্পে নেতৃত্ব দেবে। হয়তো একদিন তারা ভারতে তেল সরবরাহও করতে পারবে!”

তবে এই চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। ট্রাম্প জানান, একই দিন হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার, আর এই সময়ে তার প্রশাসন একাধিক বাণিজ্য আলোচনায় ব্যস্ত সময় পার করছে।

তিনি বলেন, “আমি বহু দেশের নেতাদের সঙ্গে কথা বলেছি, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্ভাবপূর্ণ বাণিজ্য চায়। আজ বিকেলে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসব। তারা বর্তমানে কার্যরত ২৫ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব দিচ্ছে—দেখা যাক কী আলোচনা হয়।”

ট্রাম্প আরও বলেন, “বিভিন্ন দেশ শুল্ক হ্রাসে আগ্রহ প্রকাশ করছে, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক হবে। সময় আসলে আমরা এসব বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করব।”

উল্লেখ্য, এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ১ আগস্টের মধ্যে যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে না, তাদের ওপর ১০ শতাংশ শুল্কের জায়গায় আরও উচ্চ হারে শুল্ক আরোপ করা হবে।

চীনের জন্য এই সময়সীমা বাড়িয়ে ১২ আগস্ট নির্ধারণ করা হয়েছে। চীনের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে আশাবাদ প্রকাশ করে ট্রাম্প বলেন, “আলোচনার গতি ভালো। আমি বিশ্বাস করি একটি ন্যায্য চুক্তি হবে।”

একইদিন তিনি ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন এবং অভিযোগ করেন, “ভারতের শুল্ক বিশ্বে অন্যতম উচ্চ এবং দেশটি বাণিজ্যের ক্ষেত্রে কঠিন সব প্রতিবন্ধকতা তৈরি করেছে।”

এছাড়া ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে। যদিও বেশ কিছু চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি এবং আলোচনা চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!