AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ছাত্র হল ধসে আহত অন্তত ১০ শ্রমিক, অনিয়মের অভিযোগ



নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ছাত্র হল ধসে আহত অন্তত ১০ শ্রমিক, অনিয়মের অভিযোগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্র হলের ছাদ ঢালাইয়ের সময় অংশবিশেষ ধসে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ছাদ ঢালাই চলাকালে হঠাৎ নির্মাণাধীন ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। স্থানীয় শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন।

স্থানীয়ভাবে দেখা যায়, নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছিল নিম্নমানের রড এবং রড বাঁধার জন্য সাধারণ পাটের দড়ি ব্যবহার করা হচ্ছিল। শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম যেমন হেলমেট, সুরক্ষাবাহী পোশাকের কোনো ব্যবস্থা ছিল না। বৃষ্টির মধ্যে ঝুঁকি নিয়ে কাজ করা হচ্ছিল, যা শৃঙ্খলার অভাব ও দায়িত্বজ্ঞানহীনতার প্রমাণ।

এক অভিজ্ঞ শ্রমিক বলেন, “আমি প্রায় ১০ বছর ধরে কাজ করছি, কিন্তু বৃষ্টির মধ্যে ছাদ ঢালাই এমন নিম্নমানের উপকরণ দিয়ে কখনও দেখিনি। এটি প্রশাসনের অবহেলা।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। তবে প্রকৌশল দফতরের একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তের জন্য কমিটি গঠনের পরিকল্পনা চলছে।

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী বলেন, “নির্মাণে অনিয়মের খবর আগেও শুনেছি, কিন্তু কোনো ব্যবস্থা নেই। আজ শ্রমিক আহত হয়েছে, আগামীতে শিক্ষার্থীর সুরক্ষাও ঝুঁকিতে।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ছাত্রাবাস সংকট রয়েছে। সংকট নিরসনে এই বহুমূল্য ছাত্র হল প্রকল্প শুরু হলেও শুরু থেকেই নির্মাণ সামগ্রী ও ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ উঠেছে। কয়েকদিন আগেও একই ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে, কিন্তু প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কার্যক্রমে নিয়মিত নজরদারির অভাব, নিম্নমানের উপকরণ ব্যবহার এবং দায়সারা মনোভাবের কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। বিশ্লেষকরা বলছেন, সময়মতো ব্যবস্থা না নিলে বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!