ভারত থেকে আমদানি হওয়া নানা পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নতুন শুল্ক কার্যকর হবে ১ আগস্ট থেকে। একইসঙ্গে ভারতকে ভবিষ্যতে আরও শাস্তির সম্মুখীন হতে হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “ভারত আমাদের বন্ধু হলেও, বছরের পর বছর দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সীমিতই রয়ে গেছে। কারণ, ভারতের শুল্কহার অত্যন্ত বেশি—বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। তাছাড়া, তাদের কিছু কঠিন ও বিভ্রান্তিকর বাণিজ্যনীতি রয়েছে, যা অন্য কোথাও দেখা যায় না।”
ট্রাম্প আরও অভিযোগ করেন, “ভারত এখনো তাদের অধিকাংশ সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে ক্রয় করে। তাছাড়া চীনের সঙ্গে মিলে তারাই রাশিয়ার জ্বালানির বড় ক্রেতা। এই অবস্থায়, যখন সারা বিশ্ব চায় ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ হোক, তখন ভারতের এমন ভূমিকা মেনে নেওয়া কঠিন।”
সাবেক প্রেসিডেন্ট জানান, ১ আগস্ট থেকে ভারতকে একটি অনির্দিষ্ট ‘জরিমানা’ বহন করতে হতে পারে। তবে তিনি এর বিস্তারিত কিছু জানাননি।
এ বিষয়ে জানতে চাইলে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

