বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদ, ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেছে হাতীবান্দা ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার এফ রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাতীবান্দা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাংশা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান।
এ সময় আরও বক্তব্য দেন—নলকুড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সুলতান মাহমুদ, মালিঝিকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাদল সরকার, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসিন আরমান মাসুদ এবং রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল হক প্রমুখ।
বক্তারা বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ৩১ দফা বাস্তবায়নের দাবি তোলেন। একইসঙ্গে তারা জনপ্রিয় নেতা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান।
সমাবেশে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে