মিয়ানমারে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করেছে দেশটির সামরিক সরকার। নির্বাচন আয়োজনের লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠনের ঘোষণা এসেছে, যার নেতৃত্বে থাকবেন সেনাবাহিনীপ্রধান ও জান্তা প্রধান মিন অং হ্লাইং। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে এ তথ্য জানানো হয়। সূত্র: রয়টার্স।
প্রস্তাবিত নির্বাচনের নির্দিষ্ট দিন-তারিখ এখনো জানানো না হলেও মিন অং হ্লাইং জানিয়েছেন, ভোটগ্রহণ ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। এটি হবে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে প্রথম সাধারণ নির্বাচন। ওই অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী, যার জেরে দেশজুড়ে শুরু হয় সংঘাত ও রাজনৈতিক অস্থিরতা।
মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি-র তথ্য অনুযায়ী, মিন অং হ্লাইং অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচনী কার্যক্রম তদারকি করবেন। একইসঙ্গে তিনি সামরিক বাহিনীর সর্বোচ্চ কমান্ডারের দায়িত্বও বহাল রাখবেন।
নির্বাচনী উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন মহল। তাদের মতে, জান্তাপ্রধান নিজেই প্রেসিডেন্ট, সেনাপ্রধান এবং নির্বাচন কমিশনের প্রধান হওয়ায় পুরো প্রক্রিয়াটি কার্যত তার নিয়ন্ত্রণেই থাকবে। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ বলেই আশঙ্কা বিশ্লেষকদের।
একুশে সংবাদ/চ.ট/এ.জে