AB Bank
ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরিকল্পিত ছুটি বাতিল করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৪০ পিএম, ১১ আগস্ট, ২০২৪
পরিকল্পিত ছুটি বাতিল করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে মুসলিম ও শরণার্থীদের মধ্যে চলমান দাঙ্গা হাঙ্গামার জেরে এবার পরিকল্পিত ছুটি বাতিল করলেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শনিবার ডাউনিং স্ট্রিটের এক সূত্র এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, বর্ণবাদী দাঙ্গার বিষয়ে তার সরকারকে আরো বেশি নজর রাখতে এ কারণে আগামী সপ্তাহে পূর্বপরিকল্পিত ছুটি বাতিল করেছেন স্টারমার। 

গত ২৯ জুলাই দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর সাউথপোর্টে ছুরিকাঘাতে তিন শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ-সহিংসতা শুরু হয়। ছুরিকাঘাতে জড়িত আটক সন্দেহভাজনকে মুসলিম শরণার্থী হিসেবে অনলাইনে প্রচার করা হয়। এরপর থেকে দেশব্যাপী শরণার্থী ও মুসলিম বিরোধী আন্দোলন বাড়তে থাকে। যদিও তাদের বিপরীতে প্রতিবাদকারীর সংখ্যাও দিন দিন বাড়ছে।

সহিংসতা প্রতিরোধে ছুটির দিনেও দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশ সদস্যদের। শুক্রবার কর্তৃপক্ষ জানায়, সহিংসতায় জড়িত থাকায় এখন পর্যন্ত ৭৪১ জনকে আটক করা হয়েছে। এছাড়া ৩০২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পরবর্তী কয়েকমাস গ্রেফতার অব্যাহত থাকতে পারে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া, অনলাইনে ঘৃণা ছড়ানোর অভিযোগে অন্তত দুইজনকে আটক করা হয়।

একুশে সংবাদ/ এস কে

Link copied!