AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় যুদ্ধ বিরতির ঘোষণা দিলেন নেতানিয়াহু


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৩৮ পিএম, ৭ নভেম্বর, ২০২৩
গাজায় যুদ্ধ বিরতির ঘোষণা দিলেন নেতানিয়াহু

হামাসের কাছে জিম্মি থাকাদের মুক্তি ও মানবিক সহায়তা প্রবেশের জন্য কৌশলগতভাবে গাজায় সাময়িক সময়ের জন্য যুদ্ধ বন্ধ রাখার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (৬ নভেম্বর) মার্কিন টেলিভিশন এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা জানান তিনি। 

সাক্ষাতকারে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, যুদ্ধের পর গাজা কে শাসন করবে, এতে তিনি বলেন, “আমি মনে করি ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য গাজায় নিরাপত্তার দায়িত্ব পালন করবে, কারণ আমরা দেখেছি নিরাপত্তাহীনতার জন্য আমাদের অবস্থা কী হয়েছে।” খবর রয়টার্সের। 

তবে হামাসের কাছে জিম্মি থাকা সবাইকে মুক্তি না দেওয়া হলে গাজায় যুদ্ধবিরতিতে যাবে না বলেও জানিয়েছেন নেতানিয়াহু। 

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর থেকে হামাসকে নির্মূলে গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। যার মধ্যে অধিকাংশ নারী ও শিশু।

গত মাসে হামাসের হামলায় ইসরায়েলে ১৪০০ মানুষ নিহত হয়। জিম্মি করা হয় ২৫০ জনকে।

এদিকে ইসরায়েল গাজায় হামলা চালানোর পর আন্তর্জাতিক সম্পদ্রায় উভয়পক্ষকে যুদ্ধ বিরতের আহ্বান জানিয়ে আসছে। এক্ষেত্রে ইসরায়েল বলছে হামাসের কাছে জিম্মি থাকাদের মুক্তি দিতে হবে। অন্যদিকে হামাস বলছে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Link copied!