ঘুষ নেয়ার অভিযোগে বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে গ্রেপ্তারের পর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সাময়িক বরখাস্ত করেছে। এ আদেশ দেওয়া হয় ১৬ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের পত্রের মাধ্যমে।
আদেশে বলা হয়েছে, যেহেতু শামীমা আক্তার দুদক কর্তৃক গ্রেপ্তার হয়েছেন, তাই সরকার তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচিন মনে করছে। বরখাস্তকালে শামীমা আক্তার খোরপোষ ভাতা পাবেন।
গত ৭ অক্টোবর শামীমা আক্তারকে গ্রেপ্তার করে দুদক। ঘটনার পেছনে, ৬ অক্টোবর বিকেলে হাসিব হোসেন নামে এক ব্যক্তিকে দুই লাখ ৭৬ হাজার টাকাসহ আটক করা হয়। শামীমা আক্তারের গ্রেপ্তারের সূত্রপাত ওই জিজ্ঞাসাবাদ থেকে।
দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাহউদ্দীন বলেন, “ঘুষের টাকার ঘটনায় যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”
উল্লেখ্য, শামীমা বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর শুল্কায়ন গ্রুপের রাজস্ব কর্মকর্তা ছিলেন।
একুশে সংবাদ/এ.জে