ফরিদপুরের সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞার ১৪তম দিনে আনুমানিক ৮০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ও কেটে ধ্বংস করা হয়। ধরা মাছগুলো উপজেলা পরিষদ মসজিদের ইমামের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) ভোর ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান।
অভিযানে সদরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের একটি টিম অংশ নেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে। জেলেদের নিয়ম মেনে চলার অনুরোধ করছি।”
উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, অভিযানের ফলে স্থানীয় নদীপাড়ে অবৈধভাবে ইলিশ ধরার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
একুশে সংবাদ/এ.জে