চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১শ লিটার মদসহ ফারুক (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) উপজেলার শাকপুরা ইউনিয়নের ঘোষখীল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত ফারুক মুন্সি মিয়ার ছেলে।
সেনাবাহিনীর দায়িত্বরত ক্যাম্প কমান্ডার মেজর মোঃ রাসেল প্রধানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। সেনাবাহিনী সূত্র জানায়, ফারুক দীর্ঘদিন ধরে বোয়ালখালী ও পটিয়া থানার বিভিন্ন মদের ব্যবসায়ীকে বিপুল পরিমাণ মদ সরবরাহ করছিল, যার ফলে ওই এলাকায় যুবসমাজ মাদকাসক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পেত।
সেনাক্যাম্প থেকে আরও জানানো হয়েছে, আটককৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে প্রাপ্ত তথ্য মাদকবিরোধী অভিযানকে আরও ত্বরান্বিত করবে।
জব্দকৃত মালামালসহ ফারুককে সুস্থ অবস্থায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
একুশে সংবাদ/এ.জে