AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তুরস্কে চলছে ভবিষ্যৎ নির্ধারণী ভোটাভুটি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:০৮ পিএম, ১৪ মে, ২০২৩
তুরস্কে চলছে ভবিষ্যৎ নির্ধারণী ভোটাভুটি

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে শুরু হয়েছে ভোট গ্রহণ। গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভোটে নির্ধারিত হবে তুরস্কের ভবিষ্যৎ। এরদোয়ানের নেতৃত্বে ইসলামপন্থী দেশ থাকবে নাকি কামাল কিলিচদারোগলুর অধীনে ধর্মনিরপেক্ষ দেশের দিকে হাঁটবে তাও নির্ধারিত হবে।

 

রোববার (১৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

 

ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটার রয়েছে ৬ কোটি ৪১ লাখের বেশি। এর মধ্যে ১৭ লাখের বেশি মানুষ যারা দেশের বাইরে অবস্থান করছেন তারা ইতিমধ্যে ভোট দিয়ে ফেলেছেন। এবারের নির্বাচনে নতুন ভোটার রয়েছে ৪৯ লাখের মতো। 

 

প্রত্যেক ভোটার দুটি করে ভোট দিতে পারবেন। একটি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অন্যটি সংসদ সদস্য নির্বাচনের জন্য। প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নির্বাচনে তার প্রধান প্রতিপক্ষ রিপাবলিকান পিপলস পার্টি-সিএইচপির কামাল কিলিচদারোগলু। এছাড়া নির্বাচনে লড়ছেন সিনান ওগান। 

 

বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচন এরদোয়ানের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে। একদিকে প্রেসিডেন্ট এরদোয়ান ক্ষমতায় থাকা অবস্থায় তুরস্কের ব্যাপক মূল্যস্ফীতি, মুদ্রার দরপতন ও জীবনযাত্রার মান কমে যাওয়ায় তার প্রতি জনরোষ চলছে। সেইসঙ্গে মাত্র তিন মাস আগে ঘটে যাওয়া স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুতে এরদোয়ানের জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে। অন্যদিকে এরদোয়ানকে হারাতে প্রধান বিরোধী দলগুলো জোটবদ্ধ হয়েছে। ফলে এবারের নির্বাচনে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে এরদোয়ানকে।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!