AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিলিস্তিন ভেবে নিজেদের দুই মেজরকে গুলি করে মারল ইসরায়েল


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৪৩ পিএম, ১৩ জানুয়ারি, ২০২২
ফিলিস্তিন ভেবে নিজেদের দুই মেজরকে গুলি করে মারল ইসরায়েল

ছবি: সংগৃহীত

নিজেদের সেনা সদস্যদের গুলিতে পশ্চিম তীরে ইসরায়েলের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত দুই কর্মকর্তাই একটি কমান্ডো ইউনিটের মেজর ছিলেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

এর আগে, বুধবার (১২ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, একটি সামরিক ঘাঁটির কাছে অন্ধকারে ফিলিস্তিনি বন্দুকধারী সন্দেহে গুলি চালালে ওই কর্মকর্তারা নিহত হন। এ বিষয়ে ইসরায়েলি সেনা মুখপাত্র বলেন, রাত্রীকালীন মহড়ার সময়ে জর্ডান উপত্যকায় সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালালে তারা নিহত হন।
 
ইউনিটের এক সেনা সদস্য তাদের দেখে ফিলিস্তিনি মনে করে এবং তারা হামলা করবে ভেবে গুলি চালায়। এটা ইচ্ছাকৃত হত্যা নয়। সতর্কতামূলক গুলি চালালে তাদের গায়ে লেগে যায়। 

উল্লেখ্য, ইসরায়েল ১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয়। ফিলিস্তিন ওই এলাকাসহ গাজা উপত্যকা নিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে নিজেদের রাষ্ট্র গঠন করতে চায়।

একুশে সংবাদ/এসএস

Link copied!