গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর হাতকড়া নিয়ে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা পালানোর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া আনসার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পালানো ব্যক্তির নাম মনির হোসেন (৩৫)। তিনি ধনুয়া কাচারিপাড়া গ্রামের হজরত আলীর ছেলে এবং গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, তার বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) বাশারের নেতৃত্বে একটি পুলিশ দল ধনুয়া কাচারিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মনির হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের অন্য নেতা আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়।
পরে তাদেরকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার পথে ধনুয়া নয়নপুর সড়কের ধনুয়া মধ্যপাড়া এলাকায় পৌঁছামাত্রই মনির হোসেনের স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনিরকে পুনরায় গ্রেফতার এবং এ ঘটনায় জড়িতদের আটক করার চেষ্টা শুরু করে।
হাতকড়া সহ আসামি পালিয়ে যাওয়ার বিষয়ে জানতে শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক এসআই আবুল বাশারকে ফোন করলে তিনি কিছুক্ষণ নিরব থেকে কোনো উত্তর না দিয়ে ফোনটি কেটে দেন। পরবর্তীতে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দু বারিক বলেন, “হাতকড়া সহ আসামি পালানোর বিষয়টি অস্বীকার করা যায়। হত্যার এক মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

