বিশ্বের অন্যান্য বড় শহরের মতো ঢাকাতেও বায়ুদূষণের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। বিশেষ করে শীত মৌসুমে প্রায় প্রতিদিনই দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকে রাজধানী। আজও তার ব্যতিক্রম হয়নি—যদিও তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ, তবে বাতাসের মান রয়েছে ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে।
রোববার সকাল ৮টা ১২ মিনিটে বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী ঢাকার স্কোর দাঁড়ায় ২০৯, যা স্বাস্থ্যঝুঁকির দিক থেকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি (৬৮৬ স্কোর), দ্বিতীয় পাকিস্তানের লাহোর (২৫৫) এবং তৃতীয় কুয়েত সিটি (২৫৭)।
তথ্য অনুযায়ী,একিউআই স্কোর ১০১–২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’, আর ৩০১–৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়।
বিশেষজ্ঞরা মনে করেন, ঢাকায় বায়ুদূষণের মূল উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণস্থলের ধুলোবালি। ভয়াবহ এই দূষণ সব বয়সের মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ; বিশেষত শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের জন্য তা মারাত্মক।
নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, “ঢাকার বায়ুদূষণ এখন ধারাবাহিকভাবেই উদ্বেগজনক। ইটভাটা ও যানবাহনের পাশাপাশি সাম্প্রতিক সময়ে নির্মাণযজ্ঞও বড় উৎসে পরিণত হয়েছে। ভবন বা অবকাঠামো নির্মাণে মানদণ্ড মানা হচ্ছে না—সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই কাজগুলো উন্মুক্তভাবে চলছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

