তরুণ প্রজন্মের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা ১০ সংসদীয় আসনের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ঢাকা ১০ সংসদীয় আসনের প্রার্থী এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এর নেতৃত্বে এক তারুণ্যের মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বিকেল ৪ টায় ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠের দক্ষিণ পাশ থেকে শুরু হয়ে সিটি কলেজ এর সামনে এসে তারুণ্যের মিছিলটি শেষ হয়। মিছিলে অংশ নেন ঢাকা ১০ সংসদীয় আসনের সকল থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী।
এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে কিন্তু দেশের তরুণ সমাজ ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে। আমি দৃঢভাবে বিশ্বাস করি নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার শক্তি, সাহস এদেশের তরুণ সমাজের রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের সচেতন তরুণ সমাজ গণমানুষের দল হিসেবে বিএনপিকেই বেছে নেবে আর ধানের শীষ প্রতিকের পক্ষেই তাদের রায় দেবেন।
তিনি বলেন, সংস্কার কমিশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সব বিষয় গুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে তা উল্লেখ করেন নাই সংস্কার সংস্কার কমিশন। এটা জাতির সাথে প্রতারনা। এটা এ দেশের জনগন মেনে নেবে না। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যারাই ষড়যন্ত্র করেন না কেন, আপনারা সফল হতে পারবেন না। এ দেশের জনগন ভোট দিতে চায়। বিএনপি এ দেশের জনগনের সাথে আছে।
নির্বাচনকে কোন ভাবে বানচাল করার চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিরোধ করার আহবান জানিয়ে যুব সমাজকে তিনি বলেন, আজকের যুব সমাজ আগামী দিনের বাংলাদেশ। একটি দেশের শক্তি যুবসমাজ। এই যুবসমাজকে সঠিক পথ দেখানোর এক মাত্র পথ গনতন্ত্রের পথ। একটি সুষ্ঠ ও সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশকে গনতন্ত্রের পথে নিয়ে আসার আহবান জানান তিনি।
একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

