AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাড্ডার একটি বাসা থেকে দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫৯ পিএম, ২ নভেম্বর, ২০২৫

বাড্ডার একটি বাসা থেকে দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে এক দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা— সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বাঞ্চল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানান বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

নিহতরা হলেন সাইফুল ইসলাম (৩০) ও তার স্ত্রী শাকিলা। সাইফুল ওই বাসার দারোয়ান হিসেবে কাজ করতেন, আর শাকিলা একই ভবনের ভাড়াটিয়াদের রান্নার কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে—সম্ভবত ২৫ অক্টোবরের পর—তাদের মৃত্যু ঘটে। স্থানীয়রা আজ সকালে বাসা থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনাটি তদন্তে বাড্ডা থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - রাজধানী

Link copied!