জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ সোমবার (৩ নভেম্বর) ঢাকার ধামরাই ও আশপাশের এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩।
সমিতির ধামরাই জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. জিয়ারুল ইসলাম জানান, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধামরাই ৩৩ কেভি, রেডিও ৩৩ ও কালামপুর ফিডারসহ সংশ্লিষ্ট সকল লাইন বন্ধ থাকবে।
ফলে এই সময়ের মধ্যে ধামরাই ও কালামপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন হলে পর্যায়ক্রমে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

