যশোরের অভয়নগর থানা পুলিশ ৯ নভেম্বর রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে।
নিয়মিত মামলার ভিত্তিতে সিদ্ধিপাশা ইউনিয়নের মৃত তোরাপ মোল্লার পুত্র জাফর মোল্লা, মৃত হাসান শেখের পুত্র মোঃ আনোয়ার শেখ, এবং সিংগাড়ী গ্রামের মুজিবুর মোল্লার পুত্র সেলিম মোল্লাকে আটক করা হয়েছে।
বিশেষ ক্ষমতা আইনের আওতায় আটক করা হয়েছে মহাকাল এলাকার মৃত ওয়াজ করিম সরদারের পুত্র সোহাগ সরদার, করিম সরদারের পুত্র মামুন সরদার, এবং মৃত সুরেন্দ্রনাথ কুন্ডুর পুত্র রঞ্জন কুমার কুন্ডুকে।
ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আটক করা হয়েছে ভাটপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র সেলিম হোসেন ও আমডাংগা গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র সোহেল কাজীকে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, “আসামিদের আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

