নওগাঁর মান্দায় আলহাজ্ব মো. মোসলেহুর রহমান (৮৫) নামের এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার রাত ২টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবার (৯ নভেম্বর) দুপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আলহাজ্ব মো. মোসলেহুর রহমান মান্দা সদর ইউনিয়নের কালিকাপুর (মাস্টারপাড়া) গ্রামের মৃত গোপাল প্রামাণিকের ছেলে। তিনি মান্দা এস.সি (শ্যামচাঁদ) মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে মান্দা এস.সি (শ্যামচাঁদ) মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কর্তৃপক্ষসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

