AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমিটি প্রত্যাখ্যান, ৫ দফা দাবি জানালো প্রকৌশল শিক্ষার্থীরা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০২ পিএম, ২৭ আগস্ট, ২০২৫

কমিটি প্রত্যাখ্যান, ৫ দফা দাবি জানালো প্রকৌশল শিক্ষার্থীরা

প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির পর সরকার যে তদন্ত কমিটি করেছে, তা প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। একইসঙ্গে তারা নতুন করে পাঁচ দফা দাবি উত্থাপন করেছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি জুবায়ের আহমেদ এসব দাবি তুলে ধরেন।

তিনি বলেন, প্রথমত, প্রকৌশল অধিকার আন্দোলনে পুলিশের হামলার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
দ্বিতীয়ত, গঠিত কমিটিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি না থাকায় সেটিকে বাতিল করে পুনর্গঠন করতে হবে।
তৃতীয়ত, তিন দফা মূল দাবি দ্রুত নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করতে হবে এবং উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান ও সৈয়দা রিজওয়ানা হাসানকে এর নিশ্চয়তা দিতে হবে।
চতুর্থত, আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় সরকারকে বহন করতে হবে ও ভবিষ্যতে আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পঞ্চমত, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও চাকরিচ্যুত করতে হবে।

জুবায়ের আহমেদ বলেন, “আমাদের প্রতিনিধিত্ব ছাড়া কোনো কমিটি গ্রহণযোগ্য নয়। আমরা অনড় আছি— আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!