AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৭ এএম, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

রাজধানীতে প্রতিদিন যাত্রীচাপ বেড়েই চলেছে মেট্রোরেলে। বর্তমানে প্রতিদিন সাড়ে তিন থেকে চার লাখ যাত্রী এ পরিবহন ব্যবহার করছেন। বাড়তি চাহিদা মেটাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, মেট্রোরেল সকালেই আরও আগে চালু হবে এবং রাতে ১০টার পর পর্যন্ত চলবে। বর্তমানে উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টায় এবং মতিঝিল থেকে ৯টা ৪০ মিনিটে। নতুন সূচিতে এ সময়সীমা আধাঘণ্টারও বেশি বাড়ানো হবে। শুক্রবারও বিকেল ৩টার বদলে আড়াইটায় চলাচল শুরু হবে এবং রাতের সময়ও আধাঘণ্টা বাড়বে।

প্রায় আড়াই বছর ধরে চলমান উত্তরা–মতিঝিল রুটে এখন দিনে গড়ে ২০০টি ট্রিপ হচ্ছে। যাত্রীচাপ সামলাতে শিগগিরই আরও ১০টি ট্রিপ বাড়ানো হবে, যাতে প্রতিদিন বাড়তি প্রায় ২৩ হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে।

যদিও শুরু থেকেই ৮ কোচের পরিকল্পনা ছিল, এখনো ট্রেনগুলো চলছে ৬ কোচে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর (পিএসডি) না থাকা, বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা এবং অতিরিক্ত ব্যয়ের কারণে আপাতত কোচ বাড়ানো সম্ভব হচ্ছে না। ফলে বিকল্প ব্যবস্থা হিসেবে ট্রিপ সংখ্যা বাড়ানো হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রিপ বাড়ালে যাত্রীদের চাপ কিছুটা কমবে ঠিকই, তবে বিদ্যুৎ ও পরিচালন ব্যয়ও অনেক বাড়বে। তাই দীর্ঘমেয়াদে যাত্রী ভোগান্তি কমাতে কোচ সংখ্যা বাড়ানোই কার্যকর সমাধান হবে।

ডিএমটিসিএল জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষা শেষে শিগগিরই নতুন সূচি ও অতিরিক্ত ট্রিপ চালু করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - রাজধানী

Link copied!