ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের একদিন পরও ধোঁয়া বের হতে দেখা গেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও, রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১ টা পর্যন্ত সেখানকার বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়াতে থাকে।
ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কার্গো ভিলেজের দুই পাশ থেকে পানি ছিটিয়ে ধোঁয়া নিভানোর চেষ্টা করছেন।
কার্গো ভিলেজের ৮ নম্বর ফটকের উত্তর পাশ ও মূল প্রবেশমুখে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ওই এলাকায় আমদানি করা পণ্য রাখা ছিল বলে জানা গেছে। ধোঁয়া ছড়ানোয় স্থানীয়ভাবে হালকা আতঙ্ক ছড়ালেও বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ নিরূপণে ঘটনাস্থলে প্রবেশ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা। এ ছাড়া বিজিএমইএ’র একটি প্রতিনিধিদলও ক্ষয়ক্ষতি পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে।
এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি একযোগে কাজ করে। দীর্ঘ সাত ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রাত ৯টার দিকে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় চালু হয়।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির দায় নির্ধারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এ.জে