রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে ঘটনাস্থলে পৌঁছাচ্ছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ৩৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তেজগাঁও ও উত্তরা স্টেশন থেকে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, “বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইউনিটগুলো এখনো পৌঁছায়নি, তাই আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।”
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কার্গো ভিলেজে মূলত আমদানি করা পণ্য সংরক্ষিত থাকে। তবে আগুনের কারণে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে এখনো প্রভাব পড়েনি।
অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
একুশে সংবাদ/এ.জে