AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধানমন্ডি ক্লাবের এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৫:০৫ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ধানমন্ডি ক্লাবের এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ধানমন্ডি ক্লাব লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ইং ও (২০২৬-২০২৭ইং) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ক্লাবের উন্নয়ন করার প্রত্যাশা প্রার্থীদের। সুষ্ঠ নির্বাচন পরিচালনার দাবি এই নির্বাচনের নির্বাচন কমিশনার। সঠিক প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান ভোটাররা। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং) রাজধানীর সীমান্ত স্কয়ার কনভেনশন হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ১৩০০ জন। দুপুর ২টা থকে ভোট গ্রহণ শুরু হয়। এর আগে সকাল থেকে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রার্থী ও কার্য নির্বাহী সদস্য পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

নির্বাচনে সভাপতি পদে আছলাম খান, মোঃ হাবিব উল্লাহ বাবুল ও সহিদুল ইসলাম সহীদ প্রতিদ্বন্দ্বিতা করেন। কার্যনির্বাহী সদস্য পদে ডক্টর মোহাম্মদ ওসমান গনি, ফরিদা ইয়াসমিন,  গোলাম ফারুক, খালেদা ইয়ামিন, মেজর (অবসরপ্রাপ্ত) মোঃ ইমরুল আলম, মোঃ আহাদুল্লাহ খান (রুবেল), মোঃ আনিসুজ্জামান খান, মোঃ হারুন অর রশিদ, মোঃ ইউসুফ আলী শামীম, মোঃ ফেরদৌস আলম খান, প্রদীপ কুমার সাহা, শওকত হোসাইন, সৈয়দ আলমগীর হোসাইন, তারেক আহমেদ আদিল প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি প্রার্থী সহিদুল ইসলাম সহীদ একুশে সংবাদকে বলেন, খুবই সুন্দর একটি বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জয়ী হলে ভোটারদের প্রত্যাশা পূরনে সকল ধরনের পদক্ষেপ নেব। এই ক্লাবের সকল সদস্যদের এক সাথে নিয়ে, সকলের পরামর্শে, উন্নয়নের কাজ করব। আমরা প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হবে না। নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন নির্বাচন কমিশনার। 

একাধিক প্রার্থী বলেন, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে। আমরা প্রার্থীরা ভাই ভাই। এটা কোন রাজনৈতিক সংগঠন না। ক্লাবের উন্নয়নে, আমরা সকলে এক সাথে, সকলের পরামর্শে উন্নয়ন কাজ করব। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই ধানমন্ডি ক্লাবের উন্নয়নে কাজ করব।

একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই ধানমন্ডি ক্লাবের উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশ। ক্লাবের সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য। 

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রার্থীরা সকলে নির্বাচনের নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। প্রার্থী বা ভোটারদের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

এর আগে বার্ষিক সাধারণ সভায় সকল সদস্য তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করেন। এই ক্লাবের আয়-ব্যয় নিয়েও আলাপচারিতা হয়।

 

 

একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে

Link copied!