AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহবাগে শিক্ষকদের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ, যানচলাচল বন্ধ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩৯ পিএম, ১৫ অক্টোবর, ২০২৫

শাহবাগে শিক্ষকদের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ, যানচলাচল বন্ধ

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা বুধবার (১৫ অক্টোবর) শাহবাগ মোড় অবরোধ করেছেন। এতে শাহবাগ ও আশপাশের সড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

শহীদ মিনার থেকে রওনা হওয়া শিক্ষকদের ওপর শাহবাগ মোড়ে পুলিশ ব্যারিকেড স্থাপন করেছিল। তবে শিক্ষকরা ব্যারিকেড ভেঙে মোড়ে চলে আসেন এবং নানা দাবি-দাওয়া নিয়ে স্লোগান দিতে শুরু করেন। তারা সেখানে দুপুর ২টা ৩ মিনিটের দিকে অবস্থান নেন।

ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষকরা, যানচলাচল বন্ধ

এর আগে, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‍্যালি শুরু করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া লেখা প্ল্যাকার্ড দেখা গেছে।

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন। তাদের দাবি আদায়ে গত রোববার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছিল। এরপর থেকে শিক্ষকরা সারা দেশে অনির্দিষ্টকালীন কর্মবিরতিতে রয়েছেন।

শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের রূপরেখা না প্রদানের ক্ষেত্রে আন্দোলন আরও জোরদার করা হবে।

dhakapost

জাতীয় শহীদ মিনারে দুপুরে বক্তব্যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “বাড়িভাড়া ২০ শতাংশের এক শতাংশও কম হবে না। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকার কম নয়। কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ দিতে হবে। না হলে আন্দোলন চলবে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকেরা আন্দোলন চালিয়ে যাবে।”

একুশে সংবাদ // র.ন

Link copied!