AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উত্তরায় জনসচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৩:৩৯ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৫

উত্তরায় জনসচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত

জনসচেতনতামূলক কার্যক্রম ও নির্বাচনী ইশতেহারে দেয়া সকল কাজ এর অংশ হিসেবে উত্তরা ৩ নং সেক্টর কল্যান সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় এই কার্যক্রম পরিচালনা করেন তারা। এ সময় এই এলাকার শতশত বাসিন্দা এই পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালীতে অংশগ্রহণ করেন। র‍্যালী নিয়ে তারা এই সেক্টরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

উত্তরা ৩ নং সেক্টরের সভাপতি আনোয়ার হাসান নুর একুশে সংবাদকে বলেন, উত্তরা ৩নং সেক্টরের মত একটি অভিজাত এলাকায় আমরা বসবাস করি। এখানে বসবাসরত সকল মানুষের প্রত্যাশা হল এ সেক্টরকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগরী হিসেবে গড়ে তোলা। আমাদের নির্বাচিত কমিটির ইশতেহারে বর্নিত সকল কর্মসূচী বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। গুরুত্বের বিবেচনায় ধাপে ধাপে এ সকল ওয়াদা বাস্তবায়নের যথাযথ উদ্যেগ গ্রহন করা হচ্ছে। এরই একটি পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত হয়।পরিচ্ছন্ন উত্তরা, সবুজ উত্তরা আমাদের গর্ব- আমাদের দায়িত্ব।

সকল সেক্টর বাসীকে পরিষ্কার পরিচ্ছন্নতায় মনোযোগী হওয়ার আহবান জানিয়ে সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ভূঞা (মাহাবুব) বলেন, আমাদের কর্মসূচি সকাল থেকে সেক্টরবাসীর মধ্যে গনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালীর আয়োজন করা হয়েছে। এ ছাড়া একই দিন সকাল থেকে ৩নং সেক্টরের লেক পরিষ্কার করা হয়। এ কাজে ১০০ জন স্বেচ্ছাসেবী অংশ গ্রহণ করেন।

পরিবেশ সম্পাদক শাহ মরতুজা কামাল বলেন, আমাদের কর্মসূচি আজ সকাল ৮ টা থেকে সকল সদস্য উপস্থিত হয়েছি সমিতি অফিস প্রাঙ্গনে। সমিতির সামনে থেকে সকাল ৯টা থেকে র‍্যালী শুরু হয়ে সেক্টরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লেক পাড়ে স্বেচ্ছাসেবকদের সাথে লেক পরিষ্কারে অংশ গ্রহণ করি। পরিবেশ উন্নয়নে সকল কর্মকান্ডে সকল সদস্যগনকে সবসময় স্বত:স্ফূর্ত অংশ গ্রহনের উদাত্ত আহ্বান জানান তিনি।

এ সময় তারা লিফলেট বিতরন করেন। লিফলেটে উল্লেখ করেন, সন্মানিত বাড়ীর মালিক ও ফ্ল্যাট মালিকগণ আমরা সবাই মিলে আমাদের সেক্টরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য রাখতে পারি। এজন্য প্রয়োজন সামান্য সচেতনতা ও দায়িত্বশীলতা। নিজ আঙ্গিনা সবসময় পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখি। ছাদ, বারান্দা ও গ্যারেজে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেয়া। কোনো বর্জ্য বাসার বাইরে বা ড্রেনে না ফেলি। আবর্জনার ড্রাম রাস্তায় বাইরে না রাখি। গাড়ি রাস্তায় না ধুয়ে নিজ বাড়ির ভেতরে ধোয়ার ব্যবস্থা করি। পরিবেশ কর্মী বাড়ি পরিদর্শনে এলে তাকে সহযোগিতা করি। অহেতুক হর্ন না বাজিয়ে আবাসিক এলাকার সুস্থ পরিবেশ বজায় রাখি। একটি পরিচ্ছন্ন সেক্টর-৩ মানেই আমাদের সবার সুস্থ জীবন। আসুন, আমরা সবাই মিলে একটি পরিচ্ছন্ন ও সবুজ উত্তরা গড়ে তুলি।

একুশে সংবাদ/রাফি/বাবু

Link copied!