রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আপাতত বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো এলাকায় আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে, পাশাপাশি আরও কয়েকটি ইউনিট যোগ দিচ্ছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, খবর পাওয়ার পর বিমানবন্দর ফায়ার ইউনিট, বিমানবাহিনীর ফায়ার সার্ভিস ও বেসামরিক ফায়ার ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ধোঁয়া ছড়িয়ে পড়ায় ফ্লাইট চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
একুশে সংবাদ/এ.জে