লক্ষ্মীপুরের রায়পুরে মাথা ও ডান হাতে আঘাত এবং পা ভাঙা অবস্থায় ৪৫ বছর বয়সী আরিফ হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পেছনের সাহাবুদ্দিন মৌলভী বাড়ির সুপারি বাগান থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করে। নিহত আরিফ ফার্নিচার কর্মচারী ছিলেন এবং পৌরসভার গোলাম রহমান সর্দার বাড়ীর মানিক মিয়ার মেজো ছেলে। পরিবারের অভিযোগ, তাকে হত্যার পর বাগানে ফেলে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাগানে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নিহতের বোন নাসরিন আক্তার জানান, আরিফের প্রতিবন্ধি স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। তিনি বলেন, “কে বা কারা আমার ভাইকে হত্যা করেছে তা আমরা বলতে পারছি না। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।”
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজাম উদ্দিন ভুইয়া জানান, “আরিফ কীভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে তার মাথা ও ডান হাতে আঘাত এবং পা ভাঙা রয়েছে। আরিফ ফার্নিচারের দোকানে কাজ করতেন। শনিবার রাত ১টার সময় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ নেওয়ার পর সুপারি বাগানে মরদেহ পান।”
একুশে সংবাদ/এ.জে