AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উপ-সহকারী সেটেলমেন্ট অফিসারদের নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৫:৫৭ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৫

উপ-সহকারী সেটেলমেন্ট অফিসারদের নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রস্তুতি ও প্রতীক্ষার পর বাংলাদেশ উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার কল্যাণ সমিতির দিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে সাত রাস্তা ভূমি জরিপ অধিদপ্তর প্রাঙ্গণে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে। মোট ২১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ৪৫টি পদের বিপরীতে এককভাবে মাহবুব দুলাল প্যানেল বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী সংখ্যা কম থাকায় এবং অনেক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী থাকায় ভোটের আগেই আংশিক ফলাফল নিশ্চিত হয়ে যায়।

নির্বাচনে মাহবুব-দুলাল প্যানেলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. মাহবুবুর রহমান। সহ-সভাপতি পদে মো. সাইফুদ্দিন তপন, মো. বাবুল আকতার, মো. খোরশেদ আলম, মো. কাজী মনোয়ারুল ইসলাম, মো. আব্দুল লতিফ মল্লিক, মো. আব্দুল মালেক, গিরিশ চন্দ্র সরকার ও মো. তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব পদে মো. মামুনুর রশিদ, মো. আবু শাহীন আজাদ, মোহাম্মদ মাকসুদুল আলম, মো. রুহুল আমিন, এস. এম. আবু জায়িদ, মো. বরকত হোসেন খান, সাখাওয়াত হোসেন খসরু ও মো. মোশাররফ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. গোলাম মোস্তফা প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন - সংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন, সহকারী অর্থ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন ও নুরুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন প্রামানিক, সহ-প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-দপ্তর ও প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন, সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক মো. ইকবাল হাসান, আইসিটি বিষয়ক সম্পাদক উদয় চন্দ্র চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক শেলিনা পারভীন, সহ-সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক নাসরিন সুলতানা, প্রচার সম্পাদক মো. বশির আহম্মেদ, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আমিনুল হক, কার্যকরী সদস্য এ বি এম শামসুল আলম, মো. নুরুল আমিন সিকদার, মো. ওমর ফারুক, সোহেল আহম্মেদ, মো. ইব্রাহিম খলিল মজুমদার ও মো. জসীম উদ্দিন।

ভোটকেন্দ্রে উপস্থিত একাধিক প্রার্থী বলেন, সকাল থেকে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দেশের বিভিন্ন জেলা থেকে ভোটাররা উৎসাহ নিয়ে ঢাকায় এসে ভোট দিয়েছেন। তারা জানান, "ভোটারদের উদ্দেশ্যে আমাদের আহ্বান হলো—যোগ্য, সৎ ও কর্মঠ প্রার্থীকে বিজয়ী করতে হবে, যাতে আগামী দিনে সংগঠনের সদস্যদের নানাবিধ দাবি-দাওয়ার পাশাপাশি সামাজিক ও পেশাগত জীবনে পাশে থাকতে পারে এই নেতৃত্ব।” আমরা প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হবে না।

একাধিক ভোটার বলেন, নির্বাচনে অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেই বাংলাদেশের শেষ প্রান্ত থেকে ভোট দিতে এসেছি। খুবই ভালো লাগছে। নির্বাচনে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই সমিতির উন্নয়নে কাজ করবে। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।  

প্রধান নির্বাচন কমিশনার ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সাইদুল আরেফিন সাংবাদিকদের বলেন, আজকের নির্বাচন অত্যন্ত স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে। সকাল থেকেই ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। কোনো ধরনের অনিয়ম বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। প্রার্থী বা ভোটারদের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। প্রার্থীরা আন্তরিক।

সমিতির অভ্যন্তরীণ সূত্র জানায়, সাম্প্রতিক বছরগুলোতে সংগঠনের নিয়মিত নেতৃত্ব গঠনে নানা প্রতিবন্ধকতা তৈরি হলেও এবারের দ্বি-বার্ষিক নির্বাচন নতুন প্রজন্মের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সংগঠনটি আরও কার্যকরভাবে সদস্যদের পেশাগত ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। আগামী নেতৃত্ব হবে শক্তিশালী নেতৃত্ব।

একুশে সংবাদ/রাফি/বাবু

Link copied!