লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের দাবিতে জেলা জামায়াত রবিবার (১৯ অক্টোবর) সকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করে।
জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, “নোয়াখালী জেলার চৌমুহনী থেকে বিদ্যমান রেললাইন বর্ধিত করে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হয়ে চাঁদপুর পর্যন্ত সংযোগ স্থাপনের দাবি বহু দিনের। বিগত সময়ে এই সংযোগের জন্য ১৯৭৩ সালে মাঠ জরিপ করা হয়েছিল। এরপর ২০১৪ সালের ২৭ আগস্ট মন্ত্রণালয়ে সংযোগ চালুর জন্য চাহিদাপত্র প্রেরণ করা হয়। রেলওয়ে (পূর্বাঞ্চল) সংশ্লিষ্ট নির্দেশনা পেয়েছিল। কিন্তু আজও এই দাবি বাস্তবায়নের আলো দেখেনি।”
ড. মুহাম্মদ রেজাউল করিম অভিযোগ করে বলেন, “বিগত সময়ে লক্ষ্মীপুরের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ জেলাবাসীর চাহিদা উপেক্ষা করে নিজেদের স্বার্থে ব্যস্ত ছিলেন। অথচ লাখ লাখ মানুষের এই দাবি এখনও পূরণ হয়নি। রেল সংযোগ হলে জেলার প্রায় ২৫ লাখ মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য, কৃষি পণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসার উন্নয়ন সম্ভব হবে।”
জেলা জামায়াতের নেতৃবৃন্দ এই দাবি সমর্থন করে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিষয়টি জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান জানান।
এসময় জেলা জামায়াতের সেক্রেটারি এ.আর. হাফিজ উল্যা, সহ-সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, পৌর আমির আবুল ফারাহ নিশান এবং চন্দ্রগঞ্জ থানা শাখা সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে