তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৭ আগস্ট) তারা শাহবাগের মূল সড়কে অবস্থান নিলে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শাহবাগে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ লিখতে দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের নবম গ্রেডে পদোন্নতি দেওয়া এবং দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করা। গতকাল মঙ্গলবারও তারা পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেছিলেন।
অবশ্য শিক্ষার্থীদের অবস্থানের কারণে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ট্রাফিক পুলিশ জানায়, ভোগান্তি এড়াতে কাঁটাবন, মৎস্যভবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিকল্প রাস্তা খোলা হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, দাবিসমূহ পূরণ না হওয়া পর্যন্ত তারা অবরোধ অব্যাহত রাখবেন।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে