AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইশরাককে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ইশরাকপন্থীদের স্লোগান-মিছিল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫৫ এএম, ১৭ মে, ২০২৫

ইশরাককে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ইশরাকপন্থীদের স্লোগান-মিছিল

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ শনিবার নগর ভবনের সামনে জড়ো হয়েছেন তার সমর্থকরা। ‘ঢাকাবাসী’ ব্যানারে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে তারা সকালে থেকেই গুলিস্তানে সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে স্লোগান, মিছিল ও ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন।

সমর্থকরা এই সময় “শপথ নিয়ে টালবাহানা চলবে না”, “অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই”, “জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই”— এমন নানা স্লোগানে মুখর করে তোলেন নগর ভবনের সামনের এলাকা।

এর আগে, গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটির ভোটারদের পক্ষ থেকে সাধারণ নাগরিকেরা আজ ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে পরাজিত করে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে চলতি বছরের ২৭ মার্চ, নির্বাচন কমিশন থেকে হঠাৎ একটি সিদ্ধান্তে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়।

কিন্তু এখনো ইশরাকের শপথ না হওয়ায় সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের দাবি, নির্বাচন কমিশনের ঘোষণা বাস্তবায়ন করে ইশরাককে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

সংশ্লিষ্টদের মতে, পরিস্থিতি যাতে সহিংস না হয়, সে জন্য নগর ভবন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Shwapno
Link copied!