AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালয়েশিয়া গমনেচ্ছুদের কারওয়ান বাজারে বিক্ষোভ, যান চলাচল ব্যাহত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২৩ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মালয়েশিয়া গমনেচ্ছুদের কারওয়ান বাজারে বিক্ষোভ, যান চলাচল ব্যাহত

রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়ায় যাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করা কর্মীরা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালেই সার্ক ফোয়ারা এলাকায় তারা জমায়েত হন এবং আন্দোলন শুরু করেন। এ কারণে কারওয়ান বাজার ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা ১৭ হাজার শ্রমিকের মধ্যে যারা মালয়েশিয়া কর্তৃপক্ষের ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত নির্ধারিত সময়সীমার মধ্যে যাত্রা করতে পারেননি। অংশ নেওয়া এক কর্মী মো. কাওসার বলেন, “আমাদের যাওয়ার কথা ছিল ২০২৪ সালের মে মাসে, কিন্তু এখনও যেতে পারিনি। ৫-৬ লাখ টাকা খরচ হয়েছে, যার অধিকাংশই ঋণ।”

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু বলেন, “আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বাস দিয়েছিল, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি নেই। আমাদের দাবি না মেনে রাজপথ ছাড়ব না।”

শ্রমিকরা পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন—

১. যাদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হয়েছে এবং যাদের সমস্ত প্রক্রিয়া শেষ, তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে।

২. নতুন সাক্ষাৎকারের প্রয়োজন হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।

৩. দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে স্মারকলিপি দিতে হবে।

৪. প্রধান উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি জমা দিতে হবে।

৫. নির্দিষ্ট সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে সরকারকে বিকল্প কর্মসংস্থান ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!